ঈদের রাত ১০টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ: স্থানীয় সরকারমন্ত্রী

ছবি: রাশেদ সুমন

কোরবানির বর্জ্য ঈদের দিন ১০ জুলাই রাত ১০টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে সব এলাকা থেকে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়ার জন্য।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে জাইকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হায়াকাওয়া ইউহোর সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তাজুল বলেন, 'আমি আশা করি, রাত ১০টার পর কোনো কোরবানির বর্জ্য থাকবে না।'

বৈঠক প্রসঙ্গে তাজুল বলেন, জাইকা চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং মাতারবাড়ী ও মহেশখালীর মধ্যে সড়ক যোগাযোগের জন্য অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago