ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল খালা-ভাগ্নির

সড়ক দুর্ঘটনা
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন।

নিহতদের একজন শিশু এবং একজন নারী। নিহতরা সম্পর্কে খালা-ভাগ্নি বলে জানা গেছে। এ ঘটনায় হয়েছে আরও ২ জন।

নিহতরা হচ্ছেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার কাঠুয়াজানি গ্রামের পোশাক শ্রমিক মৌসুমি আক্তার (৩৫) এবং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার টেংকিমারী গ্রামের রেজাউল করিমের শিশুকন্যা রিয়া মনি (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানার, আজ ২টার দিকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. নবীন জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে আছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিষিদ্ধ থাকা সত্ত্বেও সিএনজিটি কীভাবে মহাসড়কে উঠলো জানতে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ আতাউর রহমানের ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago