মমেক হাসপাতালে আজ মৃত্যু বেড়ে ২, নতুন ভর্তি ১৩ জন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। তারা দুজনই করোনায় আক্রান্ত ছিলেন।
Coronavirus.jpg
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। তারা দুজনই করোনায় আক্রান্ত ছিলেন।

আজ মঙ্গলবার সকালে মমেক হাসপাতালের ফোকাল পারসন (কোভিড) ডা. মো. মহিউদ্দিন খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে যে দুজন মারা গেছেন তাদের বয়স ৬০ বছর। তারা দুজনই পুরুষ। এদের মধ্যে দুলাল পাল নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা এবং এ এফ এম সিদ্দিক ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা।

মহিউদ্দিন আরও জানান, মমেক হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ২৬ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ৮ জন করোনায় আক্রান্ত, বাকিদের সংক্রমণের উপসর্গ রয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন ৪ জন।

হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন ভর্তি হয়েছেন ১৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। এই সময়ে ওয়ান স্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন ৯৪ জন, টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৬ জন বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

An economic corridor that quietly fuels growth

At the turn of the millennium, travelling by road between Sylhet and Dhaka felt akin to a trek across rugged terrain. One would have to awkwardly traverse bumps along narrow and winding paths for upwards of 10 hours to make the trip either way.

13h ago