বিএনপির জন্য আমরা ওয়েট করবো: সিইসি

সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) ডাকা চলমান সংলাপ প্রত্যাখ্যান করলেও তাদের জন্য অপেক্ষা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, 'বিএনপির জন্য আমরা ওয়েট করবো।'

বিএনপিকে সংলাপে আনার জন্য বিশেষ কোনো উদ্যোগ নেবেন কি না? জানতে চাইলে এর কোনো উত্তর দেননি সিইসি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করেছ সাংবিধানিক প্রতিষ্ঠান ইসি।

সংলাপের চতুর্থ দিন আজ ৩টি দলের সঙ্গে ইসির সংলাপ হওয়ার কথা থাকলেও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি তাদের সময় পরিবর্তন করেছে, পাশাপাশি বিএনপি সংলাপ বর্জন করায় আজ মাত্র একটি দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি। ৪ দিনে ১৪টি দলকে ইসি আমন্ত্রণ জানালেও তাদের ডাকে সাড়া দিয়েছে ১১টি রাজনৈতিক দল। বিএনপিসহ বাংলাদেশ মুসলিম লীগ এবং কল্যাণ পার্টি ইসির ডাকা সংলাপ বর্জন করেছে।

যতগুলো পার্টি সংলাপে অংশ নিয়েছে, তাদের সবার মনোভাব ইতিবাচক ছিল বলে মনে করেন কাজী হাবিবুল আউয়াল। 

তিনি জানান, তারা ভালো নির্বাচন চান, যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এই বিষয়টি যাতে নিশ্চিত হয় সে প্রত্যাশার কথাও জানান সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, 'আমরাও বলেছি সত্যিকার অর্থে এটিই আমাদের একমাত্র দায়িত্ব যে, প্রত্যেক ভোটার যেন ভোটকেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এটাই গণতন্ত্রের ভিত্তি। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।'

'প্রতিটি দলই বলেছে ঐকমত্যে বিশ্বাস করে' জানিয়ে সিইসি বলেন, 'ঐকমত্য তো হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমরা বলেছি আমরা আমাদের প্রয়াস অব্যাহত রাখবো। এই বিষয়ে কেউ না করেনি। প্রয়াসটি অব্যাহত থাকবে।'

তিনি আরও বলেন, 'আমরা সুস্পষ্টভাবে বলেছি, ঐক্যটা আমাদের নয়। আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছি, আপনারা ঐক্যের চেষ্টা করুন এবং ঐক্য হলে আমরা আনন্দিত হবো। আর আমরা যে দায়িত্ব নিয়েছি আইনকানুন এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করার, সেই দায়িত্বটা পালন করে যাবো।'

এই সংলাপের মধ্য দিয়ে ইসির প্রতি রাজনৈতিক দলগুলোর অনাস্থা দূর হবে কি না? জানতে চাইলে সিইসি বলেন, 'ইসির প্রতি অনাস্থা সবসময় আছে বা নাই, এ দুটোই জিনিস। আপনারা তো পেপারেই দেখছেন, একটা দলের হয়তো অনাস্থা আছে। আবার আমাদের সঙ্গে বসেছে তাদের প্রত্যেকের আমাদের প্রতি আস্থা আছে।'

Comments

The Daily Star  | English

Finance adviser sees no impact on tax collection from NBR dissolution

His remarks came a day after the interim government issued an ordinance abolishing the NBR and creating two separate divisions under the finance ministry

2h ago