ডেইলি স্টারের ছবি দেখে কমলাপুরে রনির অবস্থানের কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট

আজ বুধবার দ্য ডেইলি স্টার পত্রিকায় ছাপা হওয়া রনির পদযাত্রার আলোকচিত্র। ছবি: প্রবীর দাশ

বাংলাদেশ রেলওয়ের অনিয়ম ও অব্যবস্থাপনার বদল চেয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অবস্থানের কারণ এবং এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খানকে রনির এখনকার কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নিয়ে তা জানাতে নির্দেশ দেন।

আজকের দ্য ডেইলি স্টার পত্রিকায় ছাপানো একটি ছবি ও ক্যাপশনের সূত্র ধরে একটি সুয়োমটো রুলের ভিত্তিতে এই আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।

আজ দ্য ডেইলি স্টারের তৃতীয় পাতায় ছাপা হওয়া ওই ছবির ক্যাপশনে লেখা হয়, 'রেল পরিষেবার উন্নতি এবং টিকিট কালোবাজারি সমাধানের দাবিতে গতকাল (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির নেতৃত্বে একটি মিছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রেল মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করে তাদের ৬ দফা দাবি তুলে ধরে। রনি গত ১৩ দিন ধরে কমলাপুরে তার প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। ছবিটি জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে তোলা হয়েছে।'

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

11h ago