মিডিয়াতে কাজ করে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন: মিম

ছবি: মিমের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বাংলা সাহিত্যে অনার্স-মাস্টার্স শেষ করেছেন। তারই আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে বেসরকারি সাউথইস্ট ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তনে মিমের হাতে সনদ তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।

বিদ্যা সিনহা মিম। ছবি:মিমের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

বিদ্যা সিনহা মিম দ্য ডেইলি স্টারকে আজ সন্ধ্যায় বলেন, 'জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন ছিল আমার জন্য। শিক্ষাজীবন শেষ হওয়ার দিন আজ। এই বিশেষ মুহূর্তে আমার বাবা-মা সঙ্গে ছিল। দারুণ একটা দিন কাটল, যা ভাষায় বোঝাতে পারব না।'

তার আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মিম লিখেন, 'আজ আমার কনভোকেশনের দিন। সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স শেষ করি আমি। কনভোকেশনের এই অনুষ্ঠান ২০২০ সালে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির ফলাফল আমরা সবাই জানি। এরপরও বেটার লেট দ্যান নেভার―অবশেষে কনভোকেশন হচ্ছে।'

বিদ্যা সিনহা মিম। ছবি: মিমের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

মিডিয়াতে কাজ করে পড়াশোনা চালিয়ে যাওয়া অনেক কঠিন উল্লেখ করে মিম বলেন, 'আমি আমার সাউথইস্ট ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই এ রকম একটি আয়োজনের জন্য। ধন্যবাদ জানাই আমার প্রতিটি শিক্ষককে, যারা আমার পড়াশোনা শেষ করতে আমাকে সাহায্য করেছেন। মিডিয়াতে কাজ করে একই সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারটা খুব একটা সহজ নয় অবশ্যই। ধন্যবাদ জানাই আমার সেসব সহপাঠীকে, যারা পড়াশোনা বিষয়ক যেকোনো বিষয় মিস করলেও পরবর্তী সময়ে আমাকে সাহায্য করেছে, যেন আমার জন্য পড়াশোনার পথটা সহজতর হয়।'

বিদ্যা সিনহা মিম। ছবি: মিমের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

ঈদে মিম অভিনীত 'পরাণ' সিনেমাটি ১১ হলে মুক্তি পেয়েছিল। আগামীকাল শুক্রবার থেকে সিনেমাটি ৫৫ টি হলে মুক্তি পাচ্ছে। সিনেমার তার বিপরীতে অভিনয় করেছে শরীফুল রাজ ও ইয়াশ রোহান।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

2h ago