নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ হারবে: খালেকুজ্জামান

নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে বাসদের ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি’ বিষয়ক সুধী সমাবেশে কথা বলছেন বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান। ছবি: সনদ সাহা/স্টার

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ হারবে। হারার মানে কী? জীবন এবং সম্পদ দুটাই সংকটে পড়বে।

আজ শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে বাসদের উদ্যোগে 'বর্তমান রাজনৈতিক পরিস্থিতি' বিষয়ক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

খালেকুজ্জামান বলেন, 'নির্বাচন কীভাবে নিরপেক্ষ হবে বলেন? আওয়ামী লীগের পক্ষে ক্ষমতা ছাড়া সম্ভব না, অসম্ভব। কারণ যদি ভোট হয় আ. লীগ জিতবে না, এটা আ.  লীগ জানে। আগে বলেছিল তাদের ভোট ২০ শতকরার নিচে চলে গেছে। পদ্মা সেতু, মেট্রোরেল এর পর সর্বশেষ গোয়েন্দা রিপোর্ট হলো খুব জোর হলে ৩০ শতকরায় ঢুকতে পারে। এটা তাদেরই হিসাব। তাহলে এটা কি শেখ হাসিনা জানে না? জানে তো। তাহলে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামীলীগ হারবে। হারার মানে কী? জীবন এবং সম্পদ, দুটাই সংকটে পড়বে। ফলে কেউ নিজের কবর নিজে খুঁড়ে না। ফলে আ. লীগ এ ধরনের নির্বাচনে যেতে পারবে না। ইচ্ছা থাকলেও পারবে না।'

তিনি আরও বলেন, 'আর প্রধান বিরোধী শক্তি তাদের পক্ষেও ক্ষমতার বাইরে থাকা সম্ভব না। কারণ তারাও এই মধু চক্রের বিপরীতেই বেঁচে থাকে। এভাবে যদি আর ৮ থেকে ১০ বছর চলতে থাকে তাহলে তাদের শুকিয়ে মরা ছাড়া উপায় থাকবে না।'

খালেকুজ্জামান বলেন, 'গণতান্ত্রিক, প্রগতিশীল, সাংস্কৃতিকসহ যেই সমস্ত ব্যক্তিত্ব ও শক্তি এটা অনেক বড় শক্তি বাংলাদেশের। এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। বাংলাদেশে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সর্বস্তরের মানুষ দাঁড়াতে পারছে না এবং তারা তাদের সামাজিক অবস্থানকে সুদৃঢ় করতে পারছে না। এরা যদি একটা অবস্থান নিয়ে দাঁড়াতে পারত তাহলে দেশের চেহারাটা ফিরত। কারণ সামনে যে সংকট আসতে পারে এটা অতীতের সংকটগুলোর চেয়ে কোন অংশে কম হবে না।'

বাসদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বাসদের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম প্রমুখ।

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

6h ago