জানালার বাইরে বিদ্যুতের তারে হাত লেগে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে হাত লেগে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানার শিববাড়ী মোড়ের পাটোয়ারী ফ্যাশন লিমিটেডে এ ঘটনা ঘটে।

গাজীপুরের টঙ্গীতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে হাত লেগে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানার শিববাড়ী মোড়ের পাটোয়ারী ফ্যাশন লিমিটেডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাটোয়ারী ফ্যাশন লিমিটেডের তৃতীয় তলার জানালার পাশ দিয়েই খোলা বিদ্যুতের তার গেছে। সেই তারে শাকিব হোসেনের হাত লাগার সঙ্গে সঙ্গে শরীরে আগুন ধরে যায়। অনেকেই ভবনের বাইরে থেকে ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

শাকিব বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। এর মধ্যেই তার পুরো শরীর পুড়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে তরুণের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভবনের একটি খুলে পড়া জানালা তুলতে গিয়েছিলেন। এসময় উচ্চ ক্ষমতার বিদ্যুতের তারে তার হাত জড়িয়ে যায়। ভবনটির খুব কাছ দিয়েই এই খোলা তার গেছে। বিদ্যুৎ বিভাগ নাকি ভবন মালিকের গাফিলতিতে এটা হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।

টঙ্গী পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) সজীব দেবনাথ জানান, শাকিবের শরীরের বেশিরভাগ অংশ ভস্মীভূত হয়ে গেছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়না তদন্ত ছাড়াই দেহাবশেষ হস্তান্তর করা হয়েছে।

Comments