টেকনাফের ইউএনওকে ওএসডি করার নির্দেশ

সাংবাদিককে গালিগালাজ করায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরুকে ওএসডি করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'আমরা ইতোমধ্যে তাকে ওএসডি করে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছি। হাইকোর্ট যে নির্দেশনা দেবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধি সাইদুল ফরহাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন ইউএনও মো. কায়সার খসরু।

এদিকে সাংবাদিকের সঙ্গে অশালীন ও কুরুচিপূর্ণ আচরণ করার অভিযোগে ইউএনও মো. কায়সার খসরুকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। 

জেলা প্রশাসকের কার্যালয় থেকে রোববার এই নোটিশ পাঠানো হলেও আজ সোমবার জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন।

শোকজ নোটিশে সাংবাদিকের সঙ্গে কেন অশালীন ও কুরুচিপূর্ণ আচরণ করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। ৩ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে ইউএনওকে। 

তবে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এ বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিক বক্তব্য দেননি। 

গত ২১ জুলাই টেকনাফে 'নিচু জায়গায় নির্মাণ করা মুজিববর্ষের উপহারের ঘর পানিতে ভাসছে' শিরোনামে ঢাকা পোস্টে একটি সংবাদ প্রকাশিত হয়। 

সংবাদ প্রকাশের পর কক্সবাজার প্রতিনিধির ওপর ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন ইউএনও মোহাম্মদ কায়সার খসরু।

বৃহস্পতিবার রাতে ইউএনও তার অফিসিয়াল নম্বর থেকে কল করে সাইদুল ফরহাদকে গালিগালাজ করেন।

পরে শুক্রবার দুপুরে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের  প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। 

এ সময় টেকনাফের ইউএনও কায়সার খসরু ঢাকা পোস্টের কক্সবাজার জেলা প্রতিনিধির কাছে অকথ্য ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। 

Comments

The Daily Star  | English

Pakistan postpones foreign minister's visit to Bangladesh

The development comes amid escalation of tension between India and Pakistan following a terrorist attack

1h ago