ভোলায় বিএনপির হরতালে নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিল

হরতালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল। ছবি: মনির উদ্দিন অনিক

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

হরতালে আজ সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নগরের বেশিরভাগ দোকানপাট বন্ধ দেখা গেছে। সড়কে রিকশা চললেও তা সংখ্যায় অনেক কম। শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত আছে।

হরতালে দোকানপাট বন্ধ। ছবি: মনির উদ্দিন অনিক

এদিন ভোর থেকেই শহরের সদর রোডের মহাজন পট্টি এলাকায় বিএনপি অফিসের সামনে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায়। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিছু এলাকা ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

শহরের সদর রোড, খেয়াঘাট সড়ক, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সড়ক, ইলিশা সড়ক, মুসলিম পাড়া সড়ক, ভোলা-চরফ্যাশন সড়কে সবধরনের যান চলাচল প্রায় বন্ধ ছিল। তবে শহরের বাইরে হরতাল শিথিল রেখেছে বিএনপি। তাই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার গাড়ি চলাচল করতে দেখা গেছে।

সড়কে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের অবস্থান। ছবি: মনির উদ্দিন অনিক

এ ছাড়া ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ ট্রুম্যান দ্য ডেইলি স্টারকে জানান, হরতাল শান্তিপূর্ণভাবেই চলছে। তিনি বলেন, 'নিহত ছাত্রদল সভাপতি নূরে আলমের নামাজে জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপরেই তার মরদেহ নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা দেবেন নেতা-কর্মীরা। সে অনুসারে ভোলায় জানাজার মাইকিং করা হবে।'

 

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

12h ago