শাহজালালের রানওয়েতে উড়োজাহাজ আটকে ৩০ মিনিট ফ্লাইট ওঠানামা বন্ধ
কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ রানওয়েতে আটকে থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বৃহস্পতিবার রাতে আধা ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, টো-কার্টের মাধ্যমে উড়োজাহাজটিকে রানওয়ে থেকে সরিয়ে নিলে রাত ৮টার দিকে বিমানবন্দরে আবার ফ্লাইট চলাচল শুরু হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউ আর ৬৩৪ ফ্লাইটটি রানওয়েতে অবতরণ করে।
কামরুল ইসলাম বলেন, অবতরণের পর উড়োজাহাজটি ট্যাক্সিওয়ের দিকে যেতে পারছিল না।
'প্রায় ৩০ মিনিট বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। যেসব ফ্লাইট ঢাকা বিমানবন্দরে অবতরণের জন্য হোল্ডিংয়ে রাখা হয়েছিল, সেগুলো নিরাপদে অবতরণ করেছে', যোগ করেন তিনি।
Comments