সই জালিয়াতি করে ভূমিহীন তালিকায় স্বচ্ছলদের নাম, সার্ভেয়ার কারাগারে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইউএনওর সই জালিয়াতি করে গৃহহীন-ভূমিহীনদের তালিকায় স্বচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করে ৪২ জনকে দলিল দেওয়ার ঘটনায় ভূমি অফিসের সার্ভেয়ার হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা হয়েছে।
কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বৃহস্পতিবার এ মামলা করেন। মামলার পর রাতেই সার্ভেয়ার হুমায়ুনকে বরিশাল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ শুক্রবার তাকে কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণীতে বলা হয়, মুজিব শতবর্ষের গৃহহীন-ভূমিহীন পরিবারকে ২ শতাংশ খাস জমিসহ সেমিপাকা ঘর দিতে চলতি বছর ৩টি পৃথক চিঠিতে ১৯৫টি বন্দোবস্তের রেজিস্ট্রি করার জন্য সার্ভেয়ার মো. হুমায়ুন কবিরকে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে পাঠানো হয়। কিন্তু তিনি অফিসের মূল ফরোয়ার্ডিং গোপন করে নিজের তৈরি স্ক্যান করা ফরোয়ার্ডিং দিয়ে মূল তালিকার সঙ্গে আরও ৪২টি জনের নাম অন্তর্ভূক্ত করে দলিল রেজিস্ট্রি করে দেন।
বিষয়টি জানাজানি হলে সার্ভেয়ার হুমায়ুন কবির মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে থাকেন।
পরে তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, যে ৪২ জনের নাম সার্ভেয়ার জালিয়াতি করে তালিকায় অন্তর্ভূক্ত করেছিল, তাদের বেশিরভাগই স্বচ্ছল।
জানতে চাইলে উপজেলা সাব-রেজিস্টার রেহেনা পারভিন ডেইলি স্টারকে বলেন, 'ভূমিহীন-গৃহহীনদের জন্য দলিলে ইউএনওর সই ছিল। সার্ভেয়ার তাড়াহুড়া করে নামজারির কথা বলায় সরল বিশ্বাসে সব পাতা দেখিনি।'
তবে ওই ৪২টি দলিল বাতিল করতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
Comments