ভাড়া নিয়ে সিদ্ধান্ত না এলে গণপরিবহন বন্ধ থাকবে: সাভারের পরিবহন শ্রমিক নেতা

সাভারে সড়কে গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ছবি: স্টার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সাভারের সড়ক-মহাসড়কে। সড়কে গণপরিবহন সংকটের কারণে যাত্রীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

আজ শনিবার সকালে সড়কে প্রতিদিনের ন্যায় গণপরিবহন দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো কমতে থাকে।

পরিবহন শ্রমিক নেতা ও আশুলিয়া এক্সপ্রেসের পরিচালক জিএম মিন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে গণপরিবহন চালকরা গাড়ি নিয়ে বের হয়েছিলেন। ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। কোথাও কোথাও পরিবহন শ্রমিকদের মারধরও করেন যাত্রীরা। এ কারণে সকাল ৯টার পর থেকে লোকাল গণপরিবহনগুলো বন্ধ রয়েছে। ভাড়া নিয়ে কোনো সিদ্ধান্ত না এলে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।'

ছবি: স্টার

আব্দুল আলীম নামে এক যাত্রী ডেইলি স্টারকে জানান, তিনি গাবতলী থেকে সাভার এসেছেন ৫০ টাকা দিয়ে। এর আগে, তাকে এক ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করতে হয়েছিল।

ঢাকা উত্তর ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আব্দুস সালাম ডেইলি স্টারকে বলেন, 'মহাসড়কগুলোতে গণপরিবহন রয়েছে, তবে অনেক কম।  কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পাইনি।'

Comments

The Daily Star  | English

Liberation war a founding pillar of the state: Nahid Islam

Clarifies NCP's stance opposing religious extremism, secularist ideologies

38m ago