‘এক চীন নীতি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করায় বাংলাদেশকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ

৪ সমঝোতা স্মারক সই
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ছবি: সংগৃহীত

'এক চীন নীতি'র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

তিনি বলেছেন, কিছু দেশ আমাদের 'ভুল বোঝে এবং ভুল ব্যাখ্যা করে'। ওই দেশগুলোকে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করা উচিত।

আজ রোববার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে ওয়াং ই'র বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানান।

২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত চলে। এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, 'তারা (চীন) তাদের অবস্থানে আছে। আন্তর্জাতিকভাবে চীনের নীতি অনুসরণ করে এটা আমরা অনেকেই জানি যে... তাইওয়ান চীনের অন্তর্গত।'

সেসময় তারা এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন এবং আরও আধা ঘণ্টার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা, সাংস্কৃতিক সহযোগিতা, সমুদ্র বিজ্ঞান এবং পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু হস্তান্তর বিষয়ে ৪টি সমঝোতা স্মারক সই করেন।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago