৫২ সিটের বাসকে ৪০ সিটের দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায়
শরীয়তপুরে ৫২ সিটের বাসকে ৪০ সিট দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩টি বাস কোম্পানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুর ১টা পর্যন্ত ২ ঘণ্টা ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই ৩টি বাস কোম্পানিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
মনদীপ ঘরাই দ্য ডেইলি স্টারকে বলেন, 'যাত্রীদের কাছ থেকে বাসের ভাড়া কেমন রাখা হচ্ছে বা কোনো অসঙ্গতি আছে কি না, তা দেখতেই আমরা শরীয়তপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করি। অভিযানের অংশ হিসেবে কয়েকটি বাসের কাগজ চেক করি। এ সময় দেখতে পাই ৫১ সিটের বাসগুলোকে ৫২ সিটের বাসে রূপান্তর করে ফিটনেস রেজিস্ট্রেশন করা হয়েছে। আবার সেই ৫২ সিটের বাসকে ৪০ সিট দেখিয়ে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী শরীয়তপুর থেকে ঢাকাগামী ৪০ সিটের বাসে জনপ্রতি ভাড়া হবে ২৫৭ টাকা এবং ৫২ সিটের বাসে হবে ২০০ টাকা। এই বাসগুলো ফিটনেস কাগজ অনুযায়ী ৫২ সিটের হলেও তারা ৪০ সিট দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন।'
জরিমানার বিষয়ে তিনি বলেন, 'শরীয়তপুর সুপার সার্ভিসকে ২৫ হাজার টাকা, শরীয়তপুর পরিবহনকে ২৫ হাজার টাকা এবং শরীয়তপুর ট্রান্সপোর্টকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়।'
ভোক্তাদের অধিকার সংরক্ষণে এই অভিযান চলমান থাকবে বলে যোগ করেন তিনি।
Comments