এবার লঞ্চ ভাড়া দ্বিগুণ করার দাবি মালিকদের

দেশে জ্বালানি তেলের মূল্য রেকর্ড পরিমাণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ভাড়া বাড়ানোর পর এখন ভাড়া দ্বিগুণ করার দাবি জানিয়েছেন লঞ্চ মালিকরা।
লঞ্চ
ফাইল ছবি

দেশে জ্বালানি তেলের মূল্য রেকর্ড পরিমাণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ভাড়া বাড়ানোর পর এখন ভাড়া দ্বিগুণ করার দাবি জানিয়েছেন লঞ্চ মালিকরা।

লঞ্চ ভাড়া ১০০ ভাগ বৃদ্ধি চেয়ে আজ রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে লঞ্চ মালিকদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা।

বিআইডব্লিউটিএর পরিচালক রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, লঞ্চ ভাড়া বাড়ানোর চিঠির বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয় আগামীকাল বেলা ১২টায় লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক করবে।

নৌ চলাচল সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমের দেওয়া চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের জুন মাসে পদ্মা সেতু চালু হওয়ার পর লঞ্চগুলোতে যাত্রী কমে গেছে। এতে তাদের ব্যবসাও কিছুটা স্থবির হয়ে পড়েছে।

সরকার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ৩৪ টাকা বাড়িয়েছে এবং বিশ্ববাজারে লুব্রিকেন্টের দাম ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডলারের দাম বৃদ্ধির কারণে বিভিন্ন খুচরা যন্ত্রাংশের দামও দ্বিগুণ হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এসবের পরিপ্রেক্ষিতে লঞ্চ চলাচলের খরচ ১০০ শতাংশ বেড়ে গেছে এবং এ অবস্থায় লঞ্চ ভাড়া বাড়াতে হবে, চিঠিতে বলা হয়।

১০০ কিলোমিটারের নিচে প্রতি কিলোমিটার লঞ্চ ভাড়া ২ টাকা ৩০ পয়সার পরিবর্তে ৪ টাকা ৬০ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি প্রতি কিলোমিটার লঞ্চ ভাড়া ২ টাকার পরিবর্তে ৪ টাকা করার দাবি জানিয়েছেন তারা।

সংস্থার সিনিয়র ভাইস-চেয়ারম্যান বদিউজ্জামান বাদল বলেন, 'সরকার যদি জ্বালানির দাম ৫০ শতাংশ বাড়াতে পারে, তাহলে আমরা কেন লঞ্চ ভাড়া শতভাগ বাড়াতে পারব না।'

তিনি বলেন, 'জ্বালানির মূল্যবৃদ্ধি ছাড়াও লঞ্চ পরিচালনা সংক্রান্ত অন্যান্য যন্ত্রাংশের দামও বেড়েছে। তাই ভাড়া ১০০ ভাগ বৃদ্ধি চেয়েছি।'

 

Comments