লঞ্চের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ: নিখোঁজ ১ জনের মরদেহ উদ্ধার

বরিশালে সন্ধ্যা নদীতে গতকাল সোমবার রাতে ঢাকাগামী লঞ্চের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে নিখোঁজ ২ জনের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল
স্টার অনলাইন গ্রাফিক্স

বরিশালে সন্ধ্যা নদীতে গতকাল সোমবার রাতে ঢাকাগামী লঞ্চের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে নিখোঁজ ২ জনের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত কালাম ওই বাল্কহেডের শ্রমিক ছিলেন এবং তার বাড়ি ছিল পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার নান্দুহার এলাকায়। 

আজ মঙ্গলবার সকালে বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে নয়া বাজারের উত্তর পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ দুর্ঘটনায় বাল্কহেডের আরেক কর্মী মিলন এখনো নিখোঁজ আছেন।

তার সন্ধানে নদীতে তল্লাশি চালানো হচ্ছে বলে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানিয়েছেন।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, প্রায় ৪৫০ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঢাকা রওনা হয় এমভি মর্নিং সান-৯ লঞ্চ। পথে বানারীপারা উপজেলার নয়া বাজার সংলগ্ন সন্ধ্যা নদীতে রাত ১০টার দিকে একটি বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ হয়।

এতে বাল্কহেডটি ডুবে যায় এবং এর ২ শ্রমিক নিখোঁজ হয়। সংঘর্ষে লঞ্চের তলা ফেটে ভেতরে পানি প্রবেশ করতে থাকে। পরে লঞ্চটি উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের চৌধুরীর হাট লঞ্চঘাটে নোঙর করে। সেখানে যাত্রীদের লঞ্চ থেকে নিরাপদে নামানো হয়।

বিআইডব্লিউটিএ ট্রাফিক ইন্সপেক্টর কবির হোসেন ডেইলি স্টারকে জানান, লঞ্চের ফেটে যাওয়া অংশ মেরামত করে রাত সোয়া ৩টার দিকে লঞ্চটি নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

Comments