টঙ্গী থেকে ৩৩টি পাখি উদ্ধার করে অবমুক্ত
গাজীপুরের টঙ্গীতে ভ্রাম্যমাণ পাখির বাজার থেকে ১টি ময়না, ১৫টি টিয়া, ১৬টি শালিক ও ১টি সারলী পাখিসহ মোট ৩৩টি পাখি উদ্ধার করা হয়েছে।
আজ রোববার দুপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করে।
পরে বিকেলে উদ্ধারকৃত পাখিগুলোকে বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকা বিভাগীয় কার্যালয়ের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আজ বেলা ১১টার দিকে গাজীপুরের টঙ্গী পাখীর বাজারে আমরা অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে সেখানকার ব্যবসায়ীরা বন্যপ্রাণীগুলো সরিয়ে ফেলে। পরে আবারও সেখানে গেলে খাঁচাবন্দী অবস্থায় ৩৩টি পাখি উদ্ধার করি।'
তবে উদ্ধারকৃত ময়না পাখিটি পরে সিলেটের অরণ্যে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
তিনি জানান, গত বছরের জুন থেকে এ পর্যন্ত ১ বছরে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার পাখির বাজারে ৭৪টি অভিযানে ৮৩৩টি বন্যপ্রাণী উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।
এ সময়ে মোট ৫ লাখ টাকা জরিমানা ও ১৬ জন পাখি ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
Comments