চট্টগ্রামে চিতা বিড়াল ও মেছো বাঘ পাচারকালে আটক ২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পাচারের সময় ১টি চিতা বিড়াল ও ৩টি মেছো বাঘের বাচ্চাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ১টি বন মোরগ প্রজাতির মথুরাও উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামে ২ পাচারকারীর কাছ থেকে চিতা বিড়াল ও মেছো বাঘের বাচ্চা জব্দ করা হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পাচারের সময় ১টি চিতা বিড়াল ও ৩টি মেছো বাঘের বাচ্চাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ১টি বন মোরগ প্রজাতির মথুরাও উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন-ইমরান ও আলীম উদ্দিন। বন্যপ্রাণি পাচারের অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় লোহাগাড়া বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বান্দরবানের আলীকদম থেকে এই প্রাণীগুলো সংগ্রহ করে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে নিয়ে যাওয়ার কথা ছিল আটক দুজনের।'

'জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে বান্দরবান থেকে তারা এগুলো কিনে এনেছেন। এর মধ্যে ১টি বিপন্ন চিতা বিড়াল ও ৩টি মেছোবাঘ। ওই ২ জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে,' বলেন ওসি। 

এর আগে পাচারকালে একটি বিপন্ন উল্লুক উদ্ধার করেছিলো লোহাগাড়া থানা পুলিশ। 

Comments