ভারতীয় চোরাচালানের শাড়ি-থ্রিপিস উদ্ধার, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪

জব্দকৃত ভারতীয় শাড়ি ও থ্রিপিস। ছবি: সংগৃহীত

ফেনীতে ভারতীয় চোরাচালানের ৫১৫টি শাড়ি ও ২৭০টি থ্রিপিস লেহেঙ্গা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে ছাত্রলীগের সাবেক এক নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার ও চোরাচালানে ব্যবহৃত একটি কভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন—ছাগলনাইয়া উপজেলার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আনোয়ার হোসেন অভি (৩৫), একই এলাকার নুর আলম তুষার চৌধুরী (২৮),  কাভার্ডভ্যান চালক শাহাদাত হোসেন (২৮) ও চালকের সহযোগী আব্দুল হালিম (১৯)।

গতকাল রোববার রাতে ডিবির উপপরিদর্শক (এসআই) মো. সোহেল কামাল বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় একটি মামলা  করেছেন এবং আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. ফয়সাল আহম্মেদ জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের সদর হাসপাতাল মোড় এলাকায় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানকে দ্রুতগতিতে যাওয়ার সময় থামার সংকেত দেয় ডিবির একটি দল। সেটি থামার পর তল্লাশি করে ৫১৫টি ভারতীয় শাড়ি ও ২৭০টি ভারতীয় থ্রিপিস উদ্ধার করা হয়।

ভারতীয় এসব পণ্য চোরাচালানের অভিযোগে কভার্ডভ্যান থেকে আনোয়ার হোসেন অভি, তার সহযোগী নুর আলম তুষার, কাভার্ডভ্যান চালক শাহাদাত হোসেন ও চালকের সহযোগী আব্দুল হালিমকে গ্রেপ্তার করা হয়।

Comments

The Daily Star  | English

Jatiya Party, Gono Odhikar Parishad clash in Dhaka's Kakrail

Police deployed to maintain law and order

6m ago