ডেঙ্গু আক্রান্ত কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে, অসুস্থ হলেও কাজ বন্ধ রাখেননি তিনি। কঙ্গনা অসুস্থ হওয়া সত্ত্বেও নিজের কাজ চালিয়ে যাচ্ছেন।

কঙ্গনা রানাওয়াত। ছবি: সংগৃহীত

ইন্ডিয়াডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের সিনেমা 'ইমার্জেন্সি' নিয়ে ব্যস্ত আছেন 'কুইন' তারকা। তার প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মসের অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা গেছে, কঙ্গনা অসুস্থ হওয়া সত্ত্বেও কাজ করছেন।

কঙ্গনা রানাওয়াত। ছবি: সংগৃহীত

ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, কঙ্গনার শ্বেত রক্ত কণিকার সংখ্যা কম এবং তিনি প্রচণ্ড জ্বরে ভুগছেন। কঙ্গনা তার ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করেছেন এবং তার টিমকে ধন্যবাদ জানিয়েছেন।

কঙ্গনা রানাওয়াত। ছবি: সংগৃহীত

'ইমার্জেন্সি' সিনেমাটি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনকে কেন্দ্র করে আবর্তিত হবে এবং এতে কঙ্গনাকে প্রয়াত রাজনীতিবিদের ভূমিকায় দেখা যাবে।

কঙ্গনা রানাওয়াত। ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো পরিচালনার প্রসঙ্গে কঙ্গনা বলেন, আমার শেষ পরিচালিত সিমেনা ছিল 'দ্য কুইন অব ঝাঁসি'। ওই সিনেমাতে আমি দর্শকদের থেকে উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছি, এটি একটি ব্লকবাস্টার ছিল। 'ইমার্জেন্সি' সিনেমাটি ইতিহাসের একটি অনস্বীকার্য অংশ এবং আমি মনে করি এটি দর্শক এটি গ্রহণ করবেন। আগামী বছর সিনেমা হলে দেখা হবে।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago