২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৪.৪৫ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৪ দশমিক ৪৫ শতাংশ।
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৪ দশমিক ৪৫ শতাংশ।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৬২ জন ঢাকা বিভাগের, ২ জন ময়মনসিংহ বিভাগের, ২৪ জন চট্টগ্রাম বিভাগের, ১৫ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ২ জন খুলনা বিভাগের, ১ জন বরিশাল বিভাগের এবং ৬ জন সিলেট বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায়ও ১ জনের মৃত্যু হয়েছিল এবং ৩৮৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৫ দশমিক ০৯ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৮ হাজার ২৮২ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮০৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৪৯৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫০ হাজার ৩৭ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ।

Comments

The Daily Star  | English

Raise Rohingya repatriation issue at Asean for quick solution

Interim government Chief Adviser Professor Muhammad Yunus requested Malaysian Prime Minister Anwar Ibrahim to raise and pursue the Rohingya repatriation issue at the Association of Southeast Asian Nations (Asean) for a quick solution...Professor Yunus while holding a joint press appe

56m ago