মিশা সওদাগরের মন্তব্যের প্রতিবাদে যা বললেন অনন্ত-বর্ষা

অনন্ত
অনন্ত জলিল ও বর্ষা। ছবি: ভিডিও থেকে নেওয়া

অনন্ত জলিল-বর্ষা অভিনীত শত কোটি টাকা ব্যয়ে নির্মিত 'দিন দ্য ডে' ফিল্মের মাধ্যমে 'ইন্ডাস্ট্রির কোনো লাভ হয়নি' বলে মন্তব্য করেছিলেন অভিনেতা মিশা সওদাগর।

তার ওই মন্তব্যের প্রতিবাদে অনন্ত জলিল ও বর্ষাও বক্তব্য দিয়েছেন।

গতকাল শনিবার রাতে অনন্ত জলিল সাংবাদিকদের বলেন, 'মিশা সওদাগর একজন শিল্পী। তিনি পারিশ্রমিক নিয়ে অভিনয় করেন। চলচ্চিত্রের উন্নয়নে আসলে তার কোনো অবদানই নেই। তিনি যেটা ভেবেছেন, সেটা বলেছেন।'

'তিনি প্রযোজকও না, ক্রিয়েটিভ পারসনও না। তার দ্বারাও সিনেমার উন্নতি হয় না। যার কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই, যার নতুন ক্রিয়েটিভিটি নেই তার দ্বারা চলচ্চিত্রের উন্নতি হয় কী?' প্রশ্ন করেন অনন্ত জলিল।

তিনি আরও বলেন, 'কথা বলার আগে চিন্তা করতে হবে, কী বিষয়ে আমি কথা বলছি। মিশা সাহেবের যদি এতই যোগ্যতা থাকে তাহলে "দিন দ্য ডে"র মতো একটা সিনেমা বানাতে পারলেন না কেন? একটা বানিয়ে দেখাতেন, তাহলে বুঝতাম।'

বর্ষা বলেন, 'আমাকে মিশা ভাই বোন ডাকতেন। কখনো আমার নাম ধরে ডাকতেন না। তাকে ভাইয়ের মতোই শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। কেন আমাদের নিয়ে এমন মন্তব্য করলেন তা আমার জানা নেই।'

'আমাদের নতুন সিনেমা "নেত্রী দ্য লিডারে" তাকে খলনায়ক চরিত্রে নেওয়া হয়নি, তাই হয়তো এভাবে বলছেন,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

19m ago