‘ভস্টক’ মহড়ার জন্য রাশিয়ায় সেনা পাঠাবে চীন

মস্কোর বাইরে অ্যালাবিনোতে আন্তর্জাতিক আর্মি গেমস-২০২২-এ ট্যাঙ্ক বায়থলন প্রতিযোগিতার সময় চীনা দলের সদস্যরা ৯৬এ ট্যাঙ্কে কাজ করছেন। ছবি: রয়টার্স

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান এবং অন্যান্য দেশসহ আয়োজকদের নেতৃত্বে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চীনা সেনারা রাশিয়া সফর করবেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহড়ায় চীনের অংশগ্রহণ 'বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত নয়'।

গত মাসে মস্কো আগামী ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত 'ভস্টক' (পূর্ব) মহড়া আয়োজনের পরিকল্পনা ঘোষণা করে। তখন নাম উল্লেখ না করে বলা হয়েছিল কিছু বিদেশি শক্তি এতে অংশ নেবে।

সর্বশেষ ২০১৮ সালে এ ধরনের মহড়া অনুষ্ঠিত হয়। যেখানে প্রথমবারের মতো চীন অংশ নিয়েছিল।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় তাদের অংশগ্রহণ রাশিয়ার সঙ্গে চলমান দ্বিপক্ষীয় বার্ষিক সহযোগিতা চুক্তির অংশ।

বিবৃতিতে বলা হয়, এর লক্ষ্য হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোর সেনাবাহিনীর সঙ্গে ব্যবহারিক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও গভীর করা। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতার মাত্রা বৃদ্ধি করা এবং বিভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবিলার সক্ষমতা জোরদার করা।
 

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

2h ago