কেরানীগঞ্জে গ্যাসের চুলার আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

ফাইল ছবি

কেরানীগঞ্জের জিনজিরায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ ১ শিশু মারা গেছে। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুর দেড়টায় তার মৃত্যু হয়।

ওই শিশুর নাম মরিয়ম আক্তার (৪)।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল।

তিনি বলেন, 'মরিয়মের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।'

এর আগে আজ ভোর ৫টায় কেরানীগঞ্জ জিনজিরা মান্দাইল মন্দিরের সামনের বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ বাকিরা হলেন— মোছা. বেগম (৬০), তার মেয়ে সোনিয়া আক্তার (২৬), বেগমের নাতি সাহাদত হোসেন (২০) ও ইয়াছিন (১২) এবং পান্না বেগম (৫০)।

Comments

The Daily Star  | English

Israel wants to take control of all of Gaza: Netanyahu

The Israel PM says Israel intends to take military control of all of Gaza and will eventually hand it over to armed forces

58m ago