আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ, বেগমগঞ্জে ১৪৪ ধারা

নোয়াখালী
স্টার অনলাইন গ্রাফিক্স

 আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণা করায় নোয়াখালীর বেগমগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আগামীকাল বুধবার ভোর সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চৌমুহনী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আগামীকাল বুধবার বেগমগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে বিকেল ৩টার দিকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। একই স্থানে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশের ঘোষণা দেয়। 

এ অবস্থায় এলাকায় শান্তি শৃঙ্খলার স্বার্থে উপজেলা প্রশাসন চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে বলে জানান তিনি।

তিনি বলেন, '১৪৪ ধারা জারি থাকা অবস্থায় স্টেডিয়াম এলাকাসহ চৌমুহনী পৌরসভার কোনো স্থানে কোনো সভা, সমাবেশ, মিছিল বা জমায়েত অথবা আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কিছু কেউ করা যাবে না।'

Comments

The Daily Star  | English

Jamaat rally begins at Suhrawardy Udyan with cultural programme

The first phase of Bangladesh Jamaat-e-Islami's rally at the historic Suhrawardy Udyan in Dhaka began this morning with a cultural programme

44m ago