টাঙ্গাইলে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

টাঙ্গাইল
স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আনোয়ার হোসেন ওরফে দুখু মিয়াকে (৭০) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার উঠেছে ছেলে লিটন মিয়ার (৩৫) বিরুদ্ধে ।

পারিবারিক কলহের জের ধরে আজ বুধবার দুপুরে উপজেলার জামুর্কি ইউনিয়নের আগধল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় লিটন মিয়ার স্ত্রী রাশেদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ একটি বিষয় নিয়ে দুখুর স্ত্রী আর ছেলের বউ রাশেদা বেগমের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে দুখু তাদের ঝগড়ায় অংশ নেন। এ সময় লিটন মিয়া ঘটনাস্থলে গিয়ে নৌকার বৈঠা দিয়ে বাবাকে পেটাতে থাকেন। এক পর্যায়ে তাকে গলা টিপে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ওসি আরও জানান, পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। রাশেদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পলাতক লিটনকে ধরতে পুলিশ কাজ করছে।

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh from tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

10m ago