পিরোজপুরে নদীতে পড়ে নিখোঁজ রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

আব্দুল্লাহ বিন কাফি। ছবি: সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলার কঁচা নদীর কুমিরমারা ঘাটে ফেরির পল্টুন থেকে পড়ে নিঁখোজ রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফির (৪২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের কেশতা খাল থেকে নিঁখোজের ২ দিন পর কাফির মরদেহটি উদ্ধার করা হয়।

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোঃ মাসুদুজ্জামান। তিনি জানান, স্থানীয়রা মরদেহটি খালে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে তারা মরদেহটি উদ্ধার করে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিরমারা ঘাটে ফেরির পল্টুন থেকে পিছলে নদীতে পড়ে যান কাফি। তিনি সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের চরটিটিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে।

বৃহস্পতিবার রাতে একটি গাড়িতে করে সাতক্ষীরা থেকে বরিশাল যাচ্ছিলেন কাফি। গাড়িটি ফেরিতে ওঠার আগে তিনি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ফেরিতে উঠছিলেন। এ সময় পা পিছলে নদীতে পড়ে যান তিনি।

এরপর বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিরা দীর্ঘ সময় তল্লাশি করেও কাফির মরদেহ উদ্ধার করতে পারেননি।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

43m ago