নাইক্ষ্যংছড়ির রাবার বাগান থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

মরদেহ দেখতে রাবার বাগানে উৎসুক মানুষের ভিড়। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের গহীন পাহাড়ে একটি রাবার বাগান থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গুলিবিদ্ধ যুবকের নাম শহিদুল ইসলাম (২৮)। তিনি উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের করলিয়া মুরা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

শহিদুলের চাচা মো. আলম জানান, তিনি পেশায় দিনমজুর ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, প্রতিদিনের মতো আজ রোববার ভোরবেলা রাবার বাগানের শ্রমিকরা রস সংগ্রহের জন্য বের হলে ৬ নম্বর বাগানের মাঝে চলার পথে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। প্রথমে তারা বিষয়টি বাগানের ব্যবস্থাপক আল আমিনকে জানান। তিনি ঘটনাটি নাইক্ষ্যংছড়ি থানায় অবহিত করেন।

পরে বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল্লাহ ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। তিনি বলেন, 'নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের পাশাপাশি গুলির চিহ্ন আছে।'

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে শহিদুলের মরদেহ বাগান থেকে উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের চাচা মো. আলম।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

US urges China to keep Iran from shutting key trade route

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

1d ago