সাবেক এমপি মনিসহ বিএনপির ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে আ. লীগের মামলা

পাথরঘাটা
পাথরঘাটায় বরগুনা-২ আসনের বিএনপি সমর্থিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির গাড়ি বহরে গতকাল হামলা করে ছাত্রলীগ। ছবি: স্টার

বরগুনার পাথরঘাটায় বরগুনা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিসহ ৪০০ জনকে আসামি করে মামলা হয়েছে। ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের ওপর হামলার অভিযোগে এ মামলা করেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন পল্টু। 

মামলায় সাবেক এমপি মনি ছাড়াও তার ভাই সাইফুল ইসলাম জামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুককে আসামি করা হয়েছে।

আজ সোমবার দুপুরে বরগুনার পুলিশ সুপার মো. আবদুল ছালাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন-বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, পাথরঘাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব খায়রুল ইসলাম শরীফ, রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন, ছাত্রদলকর্মী হাসিব ও শাওন।

দীর্ঘ ১৬ বছর পর গতকাল রোববার নিজ এলাকা পাথরঘাটা যান নুরুল ইসলাম মনি। বিকেলে তিনি উপজেলার নাচনাপাড়ার সিঅ্যান্ডবি এলাকায় পৌঁছালে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে মনিসহ বিএনপির অন্তত ৫০ জন আহত হন। ভাঙচুর করা হয় শতাধিক মোটরসাইকেল।

দলের নির্দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ কয়েকটি ইস্যুতে আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ-সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল সাবেক সংসদ সদস্য মনির।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক ডেইলি স্টারকে বলেন, 'আমরা পাথরঘাটা থানার অনুমতি নিয়েই বিক্ষোভ-সমাবেশ করতে চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে। কিন্তু তার আগেই নুরুল ইসলাম মনির ওপর হামলা হয়েছে। তিনি বরিশালে চিকিৎসা নিয়ে ঢাকায় চলে গেছেন।'

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান ডেইলি স্টারকে বলেন, 'গতকালের হামলা-সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

The meeting will be held tonight at 8:00pm at the State Guest House, Jamuna

1h ago