করোনাভাইরাস: শনাক্তের হার আবার বেড়ে ৮.৬২ শতাংশ

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৯৯ জন ঢাকা বিভাগের, ৬ জন ময়মনসিংহের, ৩ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন রাজশাহী বিভাগের, ৪ জন খুলনা বিভাগের, ২ জন বরিশাল বিভাগের ও ৪ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৪ হাজার ৫৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩২ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা যান। করোনা শনাক্ত হয় ২৭৮ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৭৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ২৪৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫৮ হাজার ৫৫৪ জন।

এর আগে গত ২৩ জুলাই সবশেষ ৮.৬২ শতাংশের বেশি (১০ দশমিক ১০ শতাংশ) করোনা শনাক্ত হয়েছিল। আগস্টের শুরুর দিকে শনাক্তের হার কমতে শুরু করে। এরপর গত ২ সেপ্টেম্বর ৬ শতাংশের ওপর উঠে আসে শনাক্তের হার। ৫ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। এরপর ৮ সেপ্টেম্বর করোনা শনাক্তের হার বেড়ে ৭ শতাংশের ওপর উঠে। ওইদিন শনাক্তের হার ছিল ৭ দশমিক ৪০ শতাংশ। গতকাল শুক্রবার শনাক্তের হার ছিল ৮.৩৪ শতাংশ। আজ তা আরও কিছুটা বাড়ল।

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

6h ago