এক্সচেঞ্জ হাউজে আসা রেমিট্যান্সে ডলারের দাম সর্বোচ্চ ১০৮ টাকা

রয়টার্স ফাইল ফটো

এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে আসা রেমিট্যান্সে ডলারপ্রতি সর্বোচ্চ ১০৮ টাকা দাম দেবে বাংলাদেশের ব্যাংকগুলো। একইসঙ্গে রপ্তানিকারকদের কাছ থেকে ডলার কেনার ক্ষেত্রে ৯৯ টাকা দেবে।

আজ রোববার বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের মধ্যে এক বৈঠকে এ হার নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা তাদের রেমিট্যান্স দেশে পাঠান।

Comments

The Daily Star  | English

Foreign operators for New Mooring Container Terminal by Dec: BIDA

The govt also wants to appoint foreign operators for Laldia Container Terminal, says the executive chairman of BIDA

22m ago