প্রীতম দাশের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশ
রাষ্ট্র সংস্কার
রাজধানীর পুরানা পল্টন মোড়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিবাদ সমাবেশ। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার প্রীতম দাশের মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ৩ দাবিতে সমাবেশ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।

আজ রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এক সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি। 

অপর দাবিটি হলো-গণবিরোধী আইন বানানোর সাংবিধানিক ক্ষমতাকাঠামো সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, 'একটা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা মামলায় প্রীতম দাশকে গ্রেপ্তার করা হয়েছে৷ প্রীতম শ্রীমঙ্গলের সব সামাজিক কাজে সক্রিয় থাকেন। তিনি শ্রীমঙ্গলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় একজন নিবেদিতপ্রাণ মানুষ। তাকে শায়েস্তা করতে এবং রাষ্ট্র সংস্কারের অনিবার্য গতিকে থমকে দিতে সরকার এই ঘৃণ্য খেলায় মেতেছে।'

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন বলেন, 'বর্তমান অবৈধ ভোট জালিয়াত সরকারের পতনের মধ্যে দিয়ে আগামীতে যেন কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে না পারে, সেজন্য রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো গণবিরোধী আইন যেন ভবিষ্যতে বাংলাদেশের মানুষের ওপর কেউ চাপিয়ে দিতে না পারে, সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।' 

সমাবেশে সংগঠনটির অর্থবিষয়ক সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সমন্বয়ক হাসিব উদ্দিন হোসেনসহ রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, 'লুটপাট, গুম-খুন, পাচার যেন নির্বিঘ্নে চলতে পারে, কেউ যেন কিছু না বলতে পারে, সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন বানায় এই অবৈধ সরকার। দুর্গাপূজা সামনে রেখে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বরাবরের মতো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।'

তারা বলেন, 'আমরা এই সমাবেশের মাধ্যমে প্রীতম দাশসহ ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি সবার মুক্তি চাই৷ এই স্বৈরাচারী আইন বাতিল চাই। পাশাপাশি জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারী ও গণবিরোধী আইন বানানোর যে সাংবিধানিক ক্ষমতাকাঠামো, আমরা তার সংস্কার করতে চাই।'

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় সমন্বয়ক লিটন কবিরাজ, আদিল আমজাদ হোসেন, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সমন্বয়ক মাশকুর রাতুল, উম্মে হাবীবা, শ্রমিক নেতা মোহাম্মদ শাহআলম প্রমুখ।

সমাবেশে সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মামুন।

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago