রেজিস্ট্রারের ইমেইল ‘হ্যাক’ করে ছাত্ররাজনীতির বিরুদ্ধে সতর্কবার্তা

ব্র্যাক

গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে ব্র্যাক ইউনিভার্সিটির সব শিক্ষার্থীরা একটি অদ্ভুত ইমেইল পান। ইমেইলটি রেজিস্ট্রার অফিসের অ্যাকাউন্ট থেকে পাঠানো হলেও, এর বিষয় লিখা ছিল, 'ব্র্যাক ইউনিভার্সিটি হ্যাকার কমিউনিটি: সিবিএলের বিরুদ্ধে সতর্কবার্তা'।

ইমেইলে যা বলা হয়েছে তা দেখে এর উদ্দেশ্যও স্পষ্ট হয়।

এতে বলা হয়, 'প্রিয় বন্ধুরা, ব্র্যাক ইউনিভার্সিটির ভেতরে ছাত্রলীগ বা কোনো রাজনীতি করবেন না। করলে আপনার আইডি কার্ড বাতিল হয়ে যেতে পারে।'

ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার অফিসের ইমেল আইডির নিয়ন্ত্রণ নিয়ে বা হ্যাক করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইমেইলটি পাঠিয়েছে বলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ব্যাখ্যা করেছেন।

তবে 'ব্র্যাক ইউনিভার্সিটি হ্যাকার কমিউনিটি' বলতে এর আগে কোনো গোষ্ঠীর কথা শোনা যায়নি।

ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার অফিসের অ্যাকাউন্ট 'হ্যাক' করে পাঠানো ইমেইলের স্ক্রিনশট।

বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) দেশের শীর্ষস্থানীয় কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করার পর ব্যাপক সমালোচনার মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছে এই ইমেইলটি এল।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে রেজিস্ট্রার ও প্রক্টরের অফিস থেকে বিষয়টির উল্লেখ করে একটি নোটিশসহ ইমেইল পেয়েছেন।

নোটিশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীরা রাজনৈতিক সংশ্লিষ্টতার ক্ষেত্রে স্বাধীন বলে ব্র্যাক ইউনিভার্সিটির অবস্থান জানানো হয়।

তবে রাজনৈতিকভাবে সাংগঠনিক কার্যক্রম চালানোর ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটির লোগো ব্যবহার নিষিদ্ধ করা হয় নোটিশে।

Comments

The Daily Star  | English
Yunus speech at Earthna Summit 2025 in Doha

No one too poor to dream, no dream too big to achieve: Yunus

He says in his keynote speech at Earthna Summit 2025 in Doha

1h ago