রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণা উপাচার্যের

শিক্ষার্থীদের হল ছাড়ার বিজ্ঞপ্তি প্রত্যাহারের এই দাবি মানতে রাজি হননি উপাচার্য। 
রাবি শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর উপাচার্য ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণা দেন। ছবি: সংগৃহীত

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র রাজনীতি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

আজ বিকেল ৫টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মুখে তিনি এ ঘোষণা দেন। 

শিক্ষার্থীদের আরও দাবি ছিল হল ছাড়ার বিজ্ঞপ্তি প্রত্যাহারের। তবে এই দাবি মানতে রাজি হননি উপাচার্য। 

বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার পরিপ্রেক্ষিতে রাবি শিক্ষার্থীরা দুপুর ২টা ৪৫ মিনিটে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে। বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখে।

একপর্যায়ে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল প্রশাসনিক ভবনে প্রবেশ করে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসে। আলোচনার এক পর্যায়ে ক্যাম্পাসে ঘোষণা দেন উপাচার্য।

 

Comments