উত্তরা-বিমানবন্দর সড়কে তীব্র যানজট

ছবি: গুগল ম্যাপ থেকে নেওয়া

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেটের আশেপাশের এলাকায় সড়কে বৃষ্টির পানি জমায় তীব্র যানজট তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে রাজধানীর বিমানবন্দর এলাকায়।

আজ মঙ্গলবার সকাল থেকেই উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকায় তীব্র যানজট শুরু হয়।

উত্তরা ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার নাবিত কামাল শৈবাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'গাজীপুরের মুন্নু সিরামিকের সামনের রাস্তা ভাঙা থাকায় সেখানে সড়কে বৃষ্টির পানি জমেছে। তাছাড়া রাস্তা কিছুটা ভাঙা রয়েছে। ফলে তীব্র যানজট তৈরি হয়েছে। তবে উত্তরা থেকে বনানীমুখী রাস্তা ফাঁকা আছে।'

তিনি বলেন, 'আমরা উল্টো দিকে গাড়ি ছেড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।'

বিমানবন্দরের ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, 'রাস্তায় পানি জমে যাওয়ার কারণে এই যানজট তৈরি হয়েছে। ৪ থেকে ৫ ঘণ্টা ধরে আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে যানজট আগের চেয়ে কিছুটা কমেছে।'  

Comments

The Daily Star  | English

Govt seeks Interpol red notice against owners of 3 garment factories

Labour ministry initiates move to issue red notice against three garment factory owners

1h ago