নির্বাচনের আগে রাজপথে সহিংসতায় ইইউর উদ্বেগ

ইউরোপীয় ইউনিয়েনের পতাকা। ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে বাংলাদেশে বিক্ষোভ মিছিলে সহিংসতা বাড়তে থাকার ব্যাপারে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় ইইউ কূটনৈতিক মিশন টুইট করে তাদের এই উদ্বেগ জানিয়েছে।

টুইটে বলা হয়, 'ইইউ বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা বৃদ্ধির বিষয়ে এবং পরবর্তী সংসদ নির্বাচনের আগে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।'

টুইটে আরও বলা হয়, 'ইইউ এবং সদস্য রাষ্ট্রগুলো কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ত।'

জাতিসংঘ আজ ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করছে। এবারের গণতন্ত্র দিবসে গণতন্ত্র, শান্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্বের উপর আলোকপাত করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

1h ago