ট্রেনে উঠতে গিয়ে বাবা-মায়ের সামনে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

নিহত হাসানুজ্জামান ইমতিয়াজ। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে রাজশাহীগামী কমিউটার ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে পা ফসকে লাইনে পড়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত হাসানুজ্জামান ইমতিয়াজ (২১) রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার আইনজীবী ইসাহাক আলীর ছেলে।

আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে আবদুলপুর রেলওয়ে জংশনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আবদুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো. জিয়া উদ্দিন।

জিয়া উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল ৭টা ৫০ মিনিটে রাজশাহীগামী কমিউটার ট্রেনটি ছেড়ে যেতে শুরু করলে ইমতিয়াজ দৌড়ে ট্রেনে উঠার চেষ্টা করেন। এ সময় পা ফসকে তিনি প্লাটফর্মের নিচে পড়লে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'

ঈশ্বরদী রেলওয়ে থানার কর্মকর্তা মিহির রঞ্জন দেব জানান, দুর্ঘটনার সময় ওই ট্রেনেই অবস্থান করছিলেন ইমতিয়াজের মা-বাবা।

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

3h ago