প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বের অঙ্গীকার সিএমপির

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, 'রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীরা আমাদের সম্পদ। তারা যেন দেশ-প্রবাসে নিশ্চিন্তে-নিরাপদে থাকতে পারেন সেদিকে আমাদের বিশেষ নজর রয়েছে। আমরা এ ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।' 

মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়ের সঙ্গে মতবিনিময় করেছেন প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। 

নগরের দামপাড়ায় সিএমপি সদরদপ্তরে সাধারণ সম্পাদক ওমানপ্রবাসী বাংলাদেশি শিল্পোদোক্তা মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর নেতৃত্বে অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল এই মতবিনিময় বৈঠক করেন।

বৈঠকে অ্যাসোসিয়েশন নেতারা প্রবাসীদের আইনগত, নিরাপত্তাসহ বিভিন্ন সহায়তায় সিএমপির 'প্রবাসী সহায়তা ডেস্কে'র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। 

তারা বলেন, 'ডেস্কের মাধ্যমে সারা বিশ্বে বসবাসরত চট্টগ্রাম অঞ্চলের শত শত প্রবাসী বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। প্রবাসে কর্মস্থল থেকেই পুলিশী সেবা, আইনী সহায়তা, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন তারা।'

পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জাতীয় অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে বলেন, 'প্রবাসী সহায়তা ডেস্কের মাধ্যমে সিএমপি প্রবাসীদের পাশে রয়েছে এবং থাকবে। প্রবাসীদের জন্য সহায়তা ডেস্ক ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে।'

বৈঠকে সিএমপির উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মঞ্জুর মোরশেদ, অ্যাসোসিয়েশনের সহসভাপতি কাজী সরোয়ার হাবিব সিআইপি (জাপান), অর্থ সম্পাদক প্রকৌশলী আশরাফুর রহমান সিআইপি (ওমান), কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি (দুবাই) ও আব্দুল করিম সিআইপি (ওমান) , সদস্য রফিকুল ইসলাম লিটন সিআইপি (মালয়েশিয়া) এবং প্রবাসী ব্যবসায়ী (যুক্তরাষ্ট্র) কায়সার বাবলু উপস্থিত ছিলেন।

বৈধপথে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার প্রতি বছর সারাবিশ্বের প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে এনআরবি সিআইপি নির্বাচিত করে থাকে। এই মর্যাদাপ্রাপ্ত প্রবাসী সিআইপিদের সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি প্রবাসীদের কল্যাণে ভূমিকা রাখছে।

 

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

7h ago