এই মুহূর্ত কখনোই ভুলব না: সুরিয়া

সুরিয়া। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণের অভিনেতা সুরিয়া ভারতের জাতীয় চলচ্চিত্রে পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। এই সম্মান দেওয়ার জন্য তিনি ভারত সরকার এবং জুরির বোর্ডের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এটিকে বিশেষ মুহূর্ত হিসেবে বর্ণনা করে বলেন, তিনি কখনোই এটি ভুলবেন না। সুরারাই পতরু একটি তামিল ড্রামাটিক সিনেমা। যেটি পরিচালনা করেছেন সুধা কোঙ্গারা।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর শুক্রবার ভারতের ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রদান করা হয়। সুরারাই পতরু অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন তিনি। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, অনুষ্ঠানে তিনি অনেক আবেগি হয়ে পড়েন।

তিনি বলেন, এটি বিশাল সম্মান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড এবং ভারত সরকারের প্রতি সত্যিই কৃতজ্ঞ। মনের মধ্যে অনেক আবেগ ঘুরপাক খাচ্ছে। ধন্যবাদ জানানোর মতো অনেক মানুষ আছে। প্রথমত, সুধা আছে। এটি তার শিশু, এই চলচ্চিত্রটি কোভিড সময়ে মানুষকে অনেক আশা দিয়েছিল। তারপর, অবশ্যই, আমি আমার স্ত্রী জ্যোতিকাকে ধন্যবাদ জানাই। সত্যিই এমন একটি মুহূর্ত যা আমি কখনো ভুলব না।

সুরারাই পতরু একটি তামিল ড্রামাটিক সিনেমা। এটি এয়ার ডেকানের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন জিআর গোপীনাথের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে। এই সিনেমাতে তিনি মারা চরিত্রে অভিনয় করেন। এছাড়াও, এতে অভিনয় করেছেন মোহন বাবু, পরেশ রাওয়াল, ঊর্বশী ও করুণাসহ আরও অনেকে। ২০২০ সালের ১২ নভেম্বর আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় সুররাই পতরু। অক্ষয় কুমারকে প্রধান চরিত্রে নিয়ে এটি হিন্দিতে পুনরায় নির্মিত হতে যাচ্ছে।

Comments

The Daily Star  | English

The silent emergency: Politicisation of our healthcare sector

The erosion of trust in doctors is creating crisis for the healthcare sector.

6h ago