সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি এখঁনো

অ্যানি এখঁনো। ছবি: নোবেল প্রাইজ/ফেসবুক

ফরাসি লেখক অ্যানি এখঁনো এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন।

আজ বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের মূল্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনা।

নোবেল কমিটি বলেছে, ফরাসি এই লেখক সাহিত্যে নোবেল জিতেছেন লিঙ্গ, ভাষা এবং শ্রেণি বৈষম্য সম্বলিত জীবন অন্বেষণে ৪০ বছরের আপসহীন কাজের জন্য। অ্যানি তার সাহসী ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত অবদমন উন্মোচন করেছেন।

বিবিসি জানিয়েছে, অ্যানি এখঁনো ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। নরম্যান্ডির একটি ছোট শহর বেড়ে উঠেন তিনি। দরিদ্র পরিবারে জন্ম নিলেও তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী। আনি মূলত আত্মজীবনী বা স্মৃতিকথনমূলক লেখক। তার লেখা 'অ্যা উইমেনস স্টোরি', 'অ্যা মেনস প্লেস' ও 'সিম্পল প্যাশন' তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। 

নোবেল পুরস্কার ঘোষণার পর গণমাধ্যমের সামনে অ্যানি এখঁনো। ছবি: রয়টার্স

নোবেল জেতার পর ৮২ বছর বয়সী এই লেখক বলেছেন, `এটি বড় একটি সম্মান।' 

নোবেল কমিটির চেয়ারম্যান অধ্যাপক কার্ল-হেনরিক হেলডিন বলেছেন, অ্যানি এখঁনোর কাজ `প্রশংসনীয় এবং এগুলো বহুদিন বেঁচে থাকবে'। 

গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন তানজানিয়ার লেখক আবদুলরাজাক গুরনাহ। এর আগে সাহিত্যে যারা নোবেল জিতেছেন তাদের মধ্যে আর্নেস্ট হেমিংওয়ে, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, টনি মরিসনের মতো ঔপন্যাসিক, লুইস গ্লাক, পাবলো নেরুদা, জোসেফ ব্রডস্কি, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ আছেন।

 

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

7h ago