যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে যৌতুকের জন্য স্ত্রী প্রিয়াঙ্কা কর্মকারকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বুদ্ধু কর্মকারের বিরুদ্ধে। 
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

টাঙ্গাইলের মির্জাপুরে যৌতুকের জন্য স্ত্রী প্রিয়াঙ্কা কর্মকারকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বুদ্ধু কর্মকারের বিরুদ্ধে। 

গতকাল শুক্রবার দুই সন্তানের মা প্রিয়াঙ্কার মরদেহ উদ্ধার করা হয়।

আজ যৌতুকের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে মির্জপুর থানায় অভিযোগ করেছেন গৃহবধূর বাবা জয়কৃষ্ণ সরকার।

তিনি জানান, ৯ বছর আগে প্রিয়াঙ্কার সঙ্গে পৌরসভার সরিষাদাইর গ্রামের বুদ্ধু কর্মকারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য প্রিয়াঙ্কার ওপর নির্যাতন করেন বুদ্ধু। 

'গত ৬ অক্টোবর বিদেশ যাবার কথা বলে প্রিয়াঙ্কাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলা হলে প্রিয়াঙ্কা তাতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় বুদ্ধু তার ওপর নির্যাতন করে। ঘটনার পরদিন সকালে প্রিয়াঙ্কার মা পুস্পরানী ওই বাড়িতে গেলে বুদ্ধু তাকেও মারতে উদ্যত হয়,' বলেন তিনি।

সেদিন সন্ধ্যায় খবর পেয়ে মেয়ের শ্বশুড়বাড়ি গেলে তারা প্রিয়াঙ্কার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম ডেইলি স্টারকে বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

 

Comments

The Daily Star  | English

Milton Samadder detained

The detective branch of police detained Milton Samadder, founder of Child and Old Age Care, from Mirpur area in the capital today

54m ago