মুন্সিগঞ্জে পুলিশের বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন খারিজ

শহীদুল ইসলাম শাওন। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে যুবদলকর্মী শহিদুল ইসলাম শাওনের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন খারিজ করে দিয়েছেন মুন্সিগঞ্জ সদর আমলি আদালত।

আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তারের আদালত সোমবার বিকেল ৪টার দিকে ওই আবেদন খারিজের আদেশ দেন।

মুন্সিগঞ্জ কোর্ট পরিদর্শক মো. জামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সোমবার বিকেল ৪টার দিকে মামলার আবেদনটি ২০৩ ধারায় খারিজের আদেশ দেন আদালত।'

এর আগে গত বৃহস্পতিবার সকালে জাতীয়তাবাদী কৃষক দলের নির্বাহী সদস্য সালাহ উদ্দিন খান বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর আমলি আদালতে যুবদল কর্মী শাওনকে হত্যার অভিযোগ এনে পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার লিখিত আবেদন করেন।

মামলার আবেদনে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব ও মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামানসহ ৯ পুলিশ সদস্যকে এজাহার নামীয় আসামি ও ৪০-৫০ জন অজ্ঞাত পুলিশ সদস্য এবং ২০০-৩০০ জন অজ্ঞাতনামা আসামি উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার মামলার আবেদনের পর সকাল সাড়ে ১১টার দিকে শুনানি শেষে ১০ অক্টোবর আদেশের জন্য দিন ধার্য করা হয়। এর প্রেক্ষিতে আজ সোমবার বিকেলে মামলার আবেদন খারিজ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারের আদালত।

Comments

The Daily Star  | English

NBR officials begin nationwide shutdown

The protest started at 9:00am, with a large number of NBR officials participating from across the country, disrupting exports and imports activities

23m ago