ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৩১০ জন

ডেঙ্গুতে মৃত্যু
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৯২ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ২ হাজার ৭১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭৯৯ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ২০ হাজার ৭৯৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৩ জন মারা গেছেন। এরমধ্যে গতকাল বৃহস্পতিবার ১ দিনে ৮ জনের মৃত্যুর খবর দেয়  স্বাস্থ্য অধিদপ্তর।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago