বাধ্যতামূলক সামরিকসেবায় যোগ দেবেন বিটিএস সদস্যরা

মিউজিক ভিডিওতে বিটিএস। ছবি: সংগৃহীত

কে-পপ বয় ব্যান্ড বিটিএসের সদস্যরা দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিকসেবায় যোগ দেবেন। শিগগিরি ব্যান্ডটির সবচেয়ে বয়স্ক সদস্য জিনের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হবে। আজ সোমবার তাদের সংস্থা এ জানিয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

২৯ বছর বয়সী জিন যতদিন সম্ভব সামরিকসেবা বন্ধ রেখেছিলেন এবং একটি পূর্ণ মেয়াদের আসন্ন সম্ভাবনার মুখোমুখি হয়েছেন। যার অর্থ তাকে প্রায় ২ বছর জনসাধারণের আড়ালে থাকতে হবে। চলতি বছরের ডিসেম্বরে ৩০ বছরে পা দেবেন তিনি।

২০১৩ সালে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে আত্মপ্রকাশের পর থেকে বিটিএস বিশ্বব্যাপী আলোচিত হয়েছে এবং সামাজিক প্রচারাভিযানের মাধ্যমে সবার কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেছে।

বিটিএসের ব্যবস্থাপনা গ্রুপ এইচওয়াইবিই জানিয়েছে, জিন ২০২২ সালের অক্টোবরের শেষ পর্যন্ত তালিকাভুক্তি বিলম্বিতর অনুরোধ বাতিল করবেন এবং তালিকাভুক্তির জন্য সামরিক জনশক্তি প্রশাসনের প্রাসঙ্গিক পদ্ধতি অনুসরণ করবেন।

ব্যান্ডের অন্য সদস্যরাও তাদের নিজ নিজ পরিকল্পনা অনুযায়ী বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করবেন বলে সংস্থাটির বিবৃতিতে জানানো হয়েছে।

এইচওয়াইবিই'র মালিকানাধীন বিগহিট একটি পৃথক বিবৃতিতে বলেছে, কোম্পানি এবং বিটিএস সদস্যর তাদের প্রতিশ্রুতি অনুসরণ করে ২০২৫ সালের দিকে আবারও একত্রিত হওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

দক্ষিণ কোরিয়ার ১৮ থেকে ২৮ বছর বয়সী যুবকদের অবশ্যই ১৮ থেকে ২১ মাসের জন্য সামরিক বাহিনীতে কাজ করতে হয়। কিন্তু, বিটিএস সদস্যদের কিছুটা ছাড় দেওয়া হয়েছিল।

চলতি বছরের জুনে বিটিএস সদস্যরা নিজ ক্যারিয়ারে মনোযোগী হতে বিরতি ঘোষণা করে।

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

3h ago