গাজীপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: দগ্ধ আরও ১ জনের মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরে সিএনজি পাম্পে বিস্ফোরণে ৫ জন দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৭টায় দগ্ধ সিরাজুল ইসলাম টুটুলের (২৫) মৃত্যু হয়।

এর আগে ওই ঘটনায় মারা যান আতিকুল ইসলাম মিঠু, পারভেজ ও আলআমিন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন টুটুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টুটুলের শরীরে ৪০ শতাংশ দগ্ধ ছিল। শ্বাসনালীও পুড়ে গিয়েছিল তার। সকালে তার মৃত্যু হয়। ওই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আনোয়ারুল ইসলাম (২৭) চিকিৎসাধীন আছেন।

টুটুলের বোনজামাই মাহবুবুর রহমান তানিম জানান, স্ত্রী আলফাকে নিয়ে মাওনা এলাকায় থাকতেন টুটুল। স্থানীয় আমান টেক্সটাইলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। বাবার নাম মৃত সাইদুল ইসলাম। কাভার্ডভ্যানে গ্যাস আনার জন্য গিয়েছিলেন তিনি।

এর আগে, ১৩ অক্টোবর গাজীপুর গাছা বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ ফিলিং স্টেশনে একটি কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস নেওয়ার সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বিস্ফোরণ হয়। এতে ৫ জন দগ্ধ হন। পরে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Comments

The Daily Star  | English
trump zelenskiy meeting in washington

Trump tells Ukraine to give up on NATO and Crimea ahead of Zelensky meeting

Trump will meet first Zelensky and then the leaders of Britain, Germany, France, Italy, Finland, the European Union and NATO, the White House says

2h ago