সেতুর সঙ্গে সদরঘাট-ডামুড্যাগামী লঞ্চের ধাক্কায় নিহত ৩, আহত ২

শরীয়তপুর
স্টার ডিজিটাল গ্রাফিক্স

সেতুর সঙ্গে ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের ডামুড্যাগামী যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ৩ যাত্রী নিহত হয়েছেন।

আজ রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে গোসাইরহাট উপজেলার সাইক্কায় জয়ন্তিয়া নদীতে যাত্রীবাহী লঞ্চ স্বর্ণদীপ একটি সেতুর সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ৩ যাত্রী মারা যান এবং আরও ২ জন আহত হন।

আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম সিকদার আজ সকাল পৌনে ৮টায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'নিহতরা হলেন জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও শরীয়তপুরের গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল।'

তিনি আরও বলেন, 'গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সদরঘাট থেকে স্বর্ণদ্বীপ লঞ্চটি শরীয়তপুরের ডামুড্যার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোররাতের দিকে মেঘনা থেকে লঞ্চটি জয়ন্তিয়া নদীতে প্রবেশ করে।'

'গোসাইরহাটের সাইক্কায় সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকের ধাক্কা লাগে। পরে ওই পানির ট্যাংক ছিটকে গিয়ে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়লে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন ও ২ জন আহত হন।'

নিহত ৩ যাত্রীর মরদেহ ডামুড্যা উপজেলা কমপ্লেক্সে রাখা আছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

14h ago