প্রাকৃতিক দুর্যোগ

ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামা বন্ধ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙরে থাকা সব জাহাজকে গভীর সাগরে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙরে থাকা সব জাহাজকে গভীর সাগরে পাঠানো হয়েছে।

আজ সোমবার সকাল থেকে বন্দর জেটিগুলোতে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সচিব মো. ওমর ফারুক বলেন, 'জেটিতে থাকা ১৮টি জাহাজ সকাল সাড়ে ১১টার মধ্যে গভীর সাগরে পাঠানো হয়েছে। এ ছাড়া বহির্নোঙরে থাকা ৪৬টি জাহাজকে গভীর সাগরে চলে যেতে বলা হয়েছে।'

তিনি জানান, বন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে তাদের নিজস্ব সতর্কতা হিসেবে অ্যালার্ট ৩ দেখিয়েছে। এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তা বিষয়ক সতর্কতা। আর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ৬ নম্বর সতর্ক সংকেত দেখিয়েছে।

চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

মো. ওমর ফারুক বলেন, 'আমরা বন্দর এলাকায় সব সরঞ্জাম ও কন্টেইনারগুলো সুরক্ষিত করার জন্য উদ্যোগ নেওয়া শুরু করেছি।'

পণ্য ডেলিভারির বিষয়ে তিনি জানান, সকাল ৮টার আগে যেসব গাড়ি পণ্য নেওয়ার জন্য ঢুকেছে, সেগুলো তাদের চালান বিকেল ৫টা পর্যন্ত নিয়ে যেতে পারবে। কিন্তু, ৮টার পর থেকে নতুন কোনো গাড়ি আর ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ৫টার পর ডেলিভারি কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।'

Comments