চরফ্যাশন ও মনপুরার নিন্মাঞ্চল প্লাবিত

স্টার অনলাইন গ্রাফিক্স

ঘূর্ণিঝড় সিত্রাং'র প্রভাবে জোয়ারের পানিতে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার নিন্মাঞ্চল ৫ থেকে ৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন এই ২ এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

এর মধ্যে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের কিছু জায়গা ৫ ফুট পানির নিচে প্লাবিত হওয়ার কথা জানিয়ে ইউএনও আল-নোমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্লাবিত এলাকার বাসিন্দাদের এখানকার ১৫৮টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।'

মনপুরার ইউএনও আশীষ কুমার জানান, এই উপজেলার কোনো কোনো এলাকা ইতোমধ্যে ৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে। বেড়িবাঁধের সোনারচর পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

আশীষ কুমার বলেন, 'সোনারচর পয়েন্টে বালির বস্তা ফেলে মেরামতের চেষ্টা চলছে।'

এদিকে পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র জানায়, গতকাল দিবাগত রাত ১২টায় পাথরঘাটা ও বরগুনা পয়েন্টে বিশখালী নদীর পানি বিপৎসীমার ৫ থেকে ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

25m ago