গুজরাটে ঝুলন্ত ব্রিজ ধসের ঘটনায় গ্রেপ্তার ৯
ভারতের গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু ধসে ১৪১ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর গুজরাট পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিতে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগসহ অন্যান্য প্রাসঙ্গিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
রাজকোট রেঞ্জের আইজি অশোক কুমার যাদব আজ সন্ধ্যায় বলেন, আজ তদন্তের দ্বিতীয় দিন এবং আমরা আরও তথ্য ও নাম জানতে পারলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।
গতকাল সন্ধ্যায়, মোরবির মাচু নদীর ওপর ব্রিটিশ আমলের একটি ঝুলন্ত সেতু ভেঙে যায়। কয়েক দিন আগে জনসাধারণের জন্য সেতুটি পুনরায় খুলে দেওয়া হয় এবং তা দেখতে মানুষ ভিড় জমায়। একটি বেসরকারি সংস্থা এটির মেরামতের কাজের দায়িত্বে ছিল এবং সেতুটি ৭ মাস বন্ধ ছিল।
ইন্ডিয়া টুডে টিভির সঙ্গে আলাপচারিতায় মিউনিসিপ্যাল চিফ অফিসার সন্দীপ সিং জানান, সেতুটিকে 'ফিটনেস সার্টিফিকেট' দেওয়া হয়নি। ওই কোম্পানির অসাবধানতার কারণে গতকাল এ ঘটনা ঘটেছে। বহু মানুষ সেখানে একসঙ্গে ভিড় জমায়।
Comments